ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ৫২তম সশস্ত্র বাহিনী দিবস পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ২৩ নভেম্বর ২০২৩

৫২তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কুয়ালালামপুরের পাঁচ তারকা হোটেল রাজা চুলানে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করে, মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। সান্ধ্য এ  আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার নৌ বাহিনীর ডেপুটি চিফ ভাইস এডমিরাল দাতো জুলহেলমি বিন ইথনাইন।

দু'দেশের জাতীয় সংগীত পরিবেশন ও স্বাধীনতা যুদ্ধের উপর নির্মিত একটি প্রামান্য চিত্র পরিদর্শনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। পরে কেক কেটে ৫২ তম সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। এসময় আমন্ত্রিত বিদেশি কূটনীতিকদের স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে দেশের স্বাধীনতা, সামগ্রিক উন্নয়ন ও সামরিক সক্ষমতার উপর বক্তব্য রাখেন, হাইকমিশনার শামিম আহসান এবং প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর মোঃ হাসান তারিক মন্ডল।  

পরে এক সাক্ষাতকারে হাইকমিশনার শামিম আহসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির পাশাপাশি, সামরিক শক্তি'তে এখন বাংলাদেশ অনন্য।

এ আয়োজনের মাধ্যমে দেশের উন্নয়ন, অগ্রগতির প্রকৃত চিত্র বহির্বিশ্বের কাছে তুলে ধরা হয়েছে বলে মন্তব্য করেন, অনুষ্ঠানে আগত কমিউনিটি'র নেতৃবৃন্দ।

বিশ্বের ৩০ টি দেশের কূটনীতিক, প্রতিরক্ষা উপদেষ্টা, মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ, বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং হাইকমিশনের কর্মকর্তা -কর্মচারী'রা এসময়  উপস্থিত ছিলেন।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি