ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

কাতারে জাতীয় প্রবাসী দিবস উদযাপিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ৪ জানুয়ারি ২০২৪

কাতারে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে।

গত ৩০ ডিসেম্বর দোহায় এম গ্রান্ড হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কাতারের শ্রম মিনিস্টার।

উপস্থিত ছিলেন কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম ও  ভারত, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, আফগানিস্তানসহ কাতারে বসবাসরত বাংলাদেশ দূতাবাসসহ বিভিন্ন দেশের গন্যমান্য প্রতিনিধিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার কাতার প্রতিনিধি ম্যাক্স তুনুন।

এ সময় অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির বাণী পাঠ করেন মো:ওয়ালিউর রহমান, মিশন উপপ্রধান ও মিনিস্টার।  প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন মাহদী হাসান কাউন্সিলর পাসপোট ও ভিসা উইং। 

এছাড়া প্রবাসীদের জন্য বিভিন্ন সেবা প্রদানের লক্ষে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে রেমিট্যান্স প্রেরণে কৃতিত্ব রাখার জন্যে প্রবাসী ৫ বাংলাদেশিকে ক্রেস্ট ও সনদ প্রদান করেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি