ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

প্রবাসীদের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের আহ্বান অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ৩ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১৭:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০২৪

প্রবাসী বাংলাদেশীদের বৈধপথে দেশে রেমিটেন্স প্রেরণ ও সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের জন্য আহ্বান জানালেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী।

তিনি বলেন, বৈধভাবে রেমিটেন্স প্রেরণ প্রবাসী বাংলাদেশী ও তাদের পরিবারসহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) ফিজি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন হাইকমিশনার।

আল্লামা সিদ্দিকী বলেন, সর্বজনীন পেনশন স্কিমে দীর্ঘমেয়াদে প্রবাসী বাংলাদেশীসহ দেশ উপকৃত হবে। এক্ষেত্রে রাষ্ট্র এই স্কিমে অংশগ্রহণকারীদের অর্থের যথাযথ ব্যবহারসহ নিদিষ্ট মেয়াদ শেষে মাসিক পেনশনের নিশ্চয়তা দেবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ফিজি অ্যাসোসিয়েশনের (বিএফএ) নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন তিনি।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবির আল মামুনের সঞ্চালনায়  অনুষ্ঠানে বক্তৃতা করেন সভাপতি ও ফিজি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শওকত আলী। তিনি বলেন, প্রবাসী  বাংলাদেশীরা নিজস্ব চেতনা ও পরিচয় নিয়ে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছে। সবাইকে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় পতাকার মযার্দা রক্ষায় সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে পেনশন স্কিমের ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম ও কল্যাণ) মো. সালাহউদ্দিন।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি