পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে অমর একুশের অনুষ্ঠানে হট্টগোল
প্রকাশিত : ২১:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০২৪
পোল্যান্ডের ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের অমর একুশের অনুষ্ঠানে কথিত বিজনেস এসোসিয়েশনের স্বঘোষিত শীর্ষ নেতা লাঞ্ছিত হয়েছেন। যদিও পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অনুষ্ঠানের প্রত্যক্ষদর্শীরা জানান, শোকাবহ পরিবেশে ৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতিচারণ ও ভাবগাম্ভীর্যের পরিবেশে বাংলাদেশ দূতাবাসে উদযাপিত হচ্ছিলো, সবকিছু সুন্দর মতো চলছিলো। এরইমধ্যে কমিউনিটিতে বিভাজন সৃষ্টিকারি কিছুদিন পূর্বে বিতর্কিত ভূঁইফোড় সংগঠন বিজনেস এসোসিয়েশন এর কথিত নেতৃত্বের দ্বন্দ্বে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং স্বঘোষিত শীর্ষ নেতা লাঞ্ছিত হন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বিষয়টি নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে দূতাবাস স্থানীয় পুলিশের সহযোগিতা নেন।
এই বিশৃংখলার বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, এরা ইউরোপের প্রথম প্রজন্ম এবং অর্থনৈতিক সমৃদ্ধি আসার পরে সমাজে ও বাংলাদেশে নিজেদেরকে জাহির করার জন্য রাজনৈতিক পদ পরিচয় পাওয়া আর চেষ্টা করে ব্যর্থ হয়ে এইসব ভুঁইফোর সংগঠনের পদ পদবি ও নতুন সংগঠন বানানোর চেষ্টা করছে।
এপি/এএ
আরও পড়ুন