ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ায় ১৩৪ বাংলাদেশি গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১৫:১৩, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

ফাইল ছবি

ফাইল ছবি

মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র না থাকায় ১৩৪ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। 

মেলাকা রাজ্যের তিয়াং দুয়া এলাকায় বুধবার রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত এই অভিযান চালায় দেশটির অভিবাসন পুলিশ।

এ সময় বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের আর ৯৮ জনকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতদের বয়স ২৪ থেকে ৭০ বছরের মধ্যে। বৈধ ভ্রমণ নথি উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

সরকারি বিভিন্ন বিভাগের ১৬০ জন কর্মকর্তা এই অভিযানে অংশ নেন। অভিযানের সময় অভিবাসীরা ড্রেনে লুকিয়ে পালানোর চেষ্টা  করে। 

বর্তমানে গ্রেফতারকৃতদের মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

চলতি বছরের শুরু থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয় মালয়েশিয়া সরকার। দেশটির অভিবাসন বিভাগের তথ্য বলছে, ১ জানুয়ারী থেকে ২৩ ফেব্রæয়ারি পর্যন্ত ২ হাজার ৫২৮টি অভিযান চালিয়ে ১৪ হাজার ৩৬১ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে ।

সেই ধারাবাহিকতায় বুধবার  রাতে মেলাকা রাজ্যের তিয়াং দুয়া এলাকায় অভিযান চালায় অভিবাসন পুলিশ। এতে বাংলাদেশিসহ ২৩২ অবৈধ অভিবাসীকে গ্রেফতার হয়। তাদের কার কাছেই বৈধ ভ্রমণ নথি বা মালেয়শিয়া থাকার অনুমতি ছিল না।

১ মার্চ থেকে মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি শুরু হলেও অবৈধ বিদেশিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি