ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশী নিহত

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৪, ৪ মার্চ ২০২৪

মালয়েশিয়ার কাজাংয়ে কেটিএম পুনকাক উতামা জেড হিল ট্র্যাকে একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে কাজাং নামক এলাকার কেটিএম পুনকাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টার।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেপিবিএম) পরিচালক ওয়ান মো. রাজালি ওয়ান ইসমাইল জানিয়েছেন, তারা রাত ১০টা ৫৩ মিনিটে দুর্ঘটনার খবর পান।

তিনি বলেন, খবর পাওয়ার পর দ্রুত কাজাং স্টেশন থেকে পাঁচজন কর্মীর একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে নিহতদের বাংলাদেশি বলে তুলে ধরা হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অন্যদিকে স্টারের আরেকটি প্রতিবেদনে দুইজন বাংলাদেশী ও একজন মিয়ানমারের বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মেডিকেল টিম তাদের মৃত ঘোষণা করেছেন। তিনজনের মরদেহ রেল ট্র্যাকের পাশে পড়েছিল। যাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি