ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

কাতারে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ২০ মার্চ ২০২৪

কাতারে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস’  উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বীরমুক্তিযোদ্ধা, বাংলাদেশ স্কুল, কমিউনিটি, মহিলা ও শিশু কিশোর অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম কর্তৃক দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচির সূচনা করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সম্মান জানানো হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে নিহত শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ  জাতির সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস’ উপলক্ষ্যে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী’র বাণী পাঠ সহ প্রামান্য চিত্র প্রদশিত হয়।

এছাড়াও ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস’ তাৎপর্যের উপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা সঞ্চালনা করেন দূতাবাসের দ্বিতীয় সচিব মোঃ নাসির উদ্দীন, বানী পাঠ করেন যথাক্রমে মিশন উপপ্রধান ওয়ালিউর রহমান, কাউন্সিলর রাজনৈতিক মুবাশ্বেরা কাদেরি, কাউন্সিলর শ্রম মাসহুদুল কবির। অনুষ্ঠান সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।

আলোচনায় অংশগ্রহণকালে কমিউনিটির নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও মহান আত্মত্যাগের বিষয়টি গভীর শ্রদ্ধা সাথে স্মরন করেন এবং জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যহত রাখতে সকলে এক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিজ্ঞা করেন।

দিবসটি উপলক্ষ্যে দূতাবাস কর্তৃক বাংলাদেশি শিশু-কিশোরদের অংশগ্রহনে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরুষ্কার ও সনদ প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত সকলকে বাংলাদেশি চা উপহার দেয়া হয়।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি