ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

চীনে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উদযাপন

চীন প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩৬, ১৫ এপ্রিল ২০২৪ | আপডেট: ০৯:৩৭, ১৫ এপ্রিল ২০২৪

চীনের গুয়াংজুতে বাংলাদেশী কমিউনিটি গুয়াংজু’র (বিসিজি) আয়োজনে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ ১৪৩১ উদযাপিত হয়েছে। 

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, বড়দের দেশীয় ঘরোয়া খেলা, কবিতা আবৃতি, বাংলা লোকসঙ্গীত পরিবেশন ও বাংলাদেশী নানা পদের খাবারের আড়ম্বর আয়োজনে দিনব্যাপী এ প্রোগ্রাম পালিত হয়।

রোববার (১৪ এপ্রিল) চীনের গুয়াংজু শহরের সানইউয়ালি পার্কে দুই শতাধিক বাংলাদেশী ও চীনা নাগরিক এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। 

বিসিজির সদস্য গোলাম কাদের সিদ্দীকি এবং আবু সায়েদ সায়েমের উপস্থাপনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে উপস্থিত সবাই সম্মিলিতভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কবিতা আবৃতি ও লোক সংগীতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিসিজি সদস্য গুয়াংডং ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স এবং ইকোনমিক্সের প্রফেসর ড. মিরাজ আহম্মেদ বাংলাদেশী কমিউনিটির একতাবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে বলেন, বাংলাদেশ থেকে বহুদূরে আমরা প্রবাসে বসবাস করছি। এখানে আমাদের সন্তানদের ও আমাদের নিজেদের মধ্য বাঙালি সংস্কৃতি সবসময়ই লালন করা উচিত। বিদেশী সংস্কৃতির মাঝে দেশীয় সংস্কৃতি যেন আমাদের সবসময় মননে অগ্রভাগে থাকে, এ বিষয়ে সজাগ এবং সচেতনতা জরুরি।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিজি’র সিনিয়র সদস্য হুমায়ন কবির দুলাল, কল্লোল কান্তি দেবনাথ, মামুন শিকদার, সাখাওয়াত হোসেন, আতিকুল্লাহ, মাহাদী অমিত প্রমূখ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি