ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সৌদি আরবে এক বাংলাদেশির আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ১১ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:৩৬, ১৪ জুলাই ২০১৭

ছবি: জাফর আহমেদ

ছবি: জাফর আহমেদ

সৌদি আরবের জাফর আহমেদ (৪৫) নামের এক প্রবাসী বাংলাদেশি আত্মহত্যা করেছেন। জাফর আহমেদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজারী ইউনিয়নে। 

জেদ্দায় শারা আরবাইন ফ্যাহাস ধরি এলাকায় ‘রাজধানী হোটেল বিল্ডিং’ এর দ্বিতীয় তলার কিচেন রুমে গামছা পিছিয়ে আত্মহত্যা করেন জাফর।

গত সোমবার ভোর ৬টার দিকে রুমের লোকজন ঘুম থেকে ওঠে চা বানাতে কিচেন রুমে গেলে, গামছা দিয়ে জুলন্ত অবস্থায় জাফর আহমেদের লাশ দেখতে পায়।

পরে স্থানীয় পুলিশকে খবর দিলে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য লাশ কিং আব্দুল আজিজ হাসপাতালে পাঠায়। তার মরদেহ বর্তমানে হাসপালের হিমাঘরে রাখা হয়েছে। 

জাফরের রুমে থাকা লোকজন জানান, জাফর কিছুদিন ধরে মানসিকচাপে ভুগছিলেন। মানসিকচাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি