ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মিরসরাই এসোসিয়েশনের বার্ষিক বনভোজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২০, ২ অক্টোবর ২০১৭ | আপডেট: ২২:৪৪, ৬ অক্টোবর ২০১৭

আনন্দ-উদ্দীপনায় উৎসব মুখর পরিবেশে সৌদি আরবের জেদ্দায় চট্টগ্রাম মিরসরাই এসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

প্রায় এক হাজার প্রবাসীর অংশগ্রহণে জেদ্দাস্থ নাইফ ভিলাতে এ বনভোজনের আয়োজন করা হয়।

দূর প্রবাসে কর্মব্যস্ত জীবনে একটু ভিন্ন স্বাদ নিতে এ বনভোজনে চট্টগ্রাম মিরসরাই প্রবাসী ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে নানা পেশার প্রবাসী, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মিরসরাই এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মার্শেল কবির পান্নুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আবু জাফর সাইদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি জেদ্দার সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার শাহাবুদ্দিন, কাজী নেয়ামুল বশির, শেখ ফজলুল কবির ভিকু, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন ভূঁইয়া, জাহাঙ্গীর ফারুক ভূঁইয়া, শামীম চৌধুরী,

বনভোজনে সঙ্গীতানুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, বালিশ খেলা, হাড়ি ভাঙা, কমলার কোয়া গণনা, যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা সহ রাইফেল ড্র অনুষ্ঠিত হয়।

 

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি