ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৫

কুয়েতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ বাংলাদেশি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১২, ১৬ অক্টোবর ২০১৭

কুয়েতে একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। সালমিয়ার পাঁচগাতা এলাকার ভাড়া বাসার পঞ্চম তলায় সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা দীর্ঘদিন ওই বাসায় ভাড়া থাকতেন।

নিহতরা হলেন- কুয়েতের সালমিয়া পাঁচগাতা অঞ্চলে প্রবাসী বাংলাদেশি জুনায়েদের দুই ছেলে এমা ও ফাহাদ, দুই মেয়ে জামিলা ও নাবিলা এবং স্ত্রী রোকেয়া বেগম। তাদের বাড়ি সিলেটে।

মরদেহগুলো মোবারক আল কাবির হাসপাতালে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভবনের পঞ্চম তলায় এসি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত। টিন শেডের বাসা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রচণ্ড ধোঁয়ার কারণে শ্বাসরোধে তারা মারা যান।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি