ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

কুয়ালালামপুরে ৬০ বাংলাদেশি আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৪, ২ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৮:১৮, ২৫ নভেম্বর ২০১৭

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গার্মেন্ট সামগ্রীর পাইকারী মার্কেট হাংতুয়া কেনাঙ্গা হোলসেল সিটিতে অভিযান চালিয়ে ৬০ বাংলাদেশিকে আটক করা হয়েছে। বুধবার  পরিচালিত এ অভিযানে বিভিন্ন দেশের প্রায় শতাধিক শ্রমিককে আটক করেছে দেশটির পুলিশ।

কেনাঙ্গা হোলসেল সিটি মার্কেটে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা জানান, স্থানীয় সময় বেলা ১১টায় সাদা পোশাকের ইমিগ্রেশন বিভাগ ও পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা মার্কেটে ঢুকে কাগজপত্র চেক করতে শুরু করে। এ সময় পুরো মার্কেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুর ২টা পর্যন্ত চলে এ অভিযান। কর্মরত ৬০ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় শতাধিক শ্রমিককে আটক করা হয়।

কেনাঙ্গা হোলসেল সিটিতে কর্মরত নোয়াখালীর পিয়াস মাহমুদ জানান, আটক বাংলাদেশিদের অনেকের কাগজপত্র ছিল। কাগজ থাকার পরও যৌথবাহিনী তাদের আটক করে নিয়ে যায়। তাদের বৈধ কাগজপত্র ও চলমান বৈধকরণ প্রক্রিয়া মাই-ইজি ও ই-কার্ড অন্য মালিকের নামে করা আছে।

ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি