ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

৪৪০ অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ১৫ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৮:১৮, ২৫ নভেম্বর ২০১৭

মালয়েশিয়ায় অভিবাসন কর্তৃপক্ষ এবং পুলিশের এক বিশেষ অভিযানে ৪৪০ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং জালান আলো এলাকায় পরিচালিত এ অভিযানে আটক হয় এসব অবৈধ অভিবাসী। সঠিক সংখ্যা এখনও জানা না গেলেও আটক ব্যাক্তিদের মধ্যে বাংলাদেশী নাগরিকও আছে বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ।

অভিবাসন কর্তৃপক্ষ জানায়, অভিযানের সময় ৯১৫ জন বিদেশীকে তল্লাশী করা হয়। এরমধ্যে ৪৪০ জন ব্যক্তিকে অবৈধ হিসেবে চিহ্নিত করে আটক করা হয়। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরী মোস্তফার আলী জানিয়েছেন, আটক ব্যাক্তিদের মধ্যে ৩৮৯ জন পুরুষ, ৪৭ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। আটককৃতরা বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, ওমানসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। তবে কোন দেশের ঠিক কতজন নাগরিক আছে তা এখনো নির্দিষ্ট করে জানায়নি কর্তৃপক্ষ।

আটককৃতদের আরও তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপারেন্টে রাখা হয়েছে।

সূত্রঃ নিউ স্ট্রেইট টাইমস

//এস এইচ// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি