ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বাংলাদেশে আকায়েদের জঙ্গি সংশ্লিষ্টাতা পাওয়া যায়নি : সিটিটিসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৩, ১৩ ডিসেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাস টার্মিনালে বোমা বিস্ফোরণের ঘটনায় আটক বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহর বাংলাদেশে অবস্থানের সময় কোনো ধরনের অপরাধ পায়নি পুলিশ। আকায়েদ ইন্টারনেটের মাধ্যমে সেলফ র‌্যাডিকালাইজড হয়েছে বলে ধারণ করছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেছেন, ‘আমরা তার স্ত্রী ও শ্বশুর-শ্বাশুড়িকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেছি। তাদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী মনে হয়েছে ২০১১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগ পর্যন্ত আকায়েদ বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী ছিল।’

তিনি আরও বলেছেন, ‘আমারা সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স অনুসরণ করছি। আকায়েদ বাংলাদেশে এসে কাদের সঙ্গে মিশেছে, এদেশের তার কোনও সহযোগী আছে কি-না এ বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছি।’

উল্লেখ্য, গত সোমবার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাস টার্মিনালে বিস্ফোরণ ঘটে। এর সঙ্গে আকায়েদ উল্লাহ নামে এক বাংলাদেশি যুবকের সংশ্লিষ্টতা পায় নিউ ইয়র্ক পুলিশ। বিস্ফোরণে তার শরীর পুড়ে যাওয়। জখম অবস্থায় এখন সে হাসপাতালে ভর্তি আছে। চট্টগ্রামের আকায়েদ ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে যায়। পরে আকায়েদ মার্কিন নাগরিকত্ব গ্রহণ করে সেখানে ড্রাইভিংয়ের কাজ করা শুরু করে।

 

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি