ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাতারে একুশে টিভির জন্মদিন পালন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৩, ২২ এপ্রিল ২০১৮ | আপডেট: ২১:৫৪, ২২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

কাতারে জাঁকজমকপূর্ণভাবে একুশে টেলিভিশনের জন্মদিন উদযাপন করা হয়েছে। বাংলাদেশের বেসরকারি টেলিভিশন জগতের দিকপাল একুশে টেলিভিশনের জন্ম ২০০০ সারের ১৪ ফেব্রুয়ারি। হাঁটি-হাঁটি পা-পা করে একুশে টিভি নতুনত্ব ও অভিনবত্বের গুণে আঠারো বছর পেরিয়ে ১৯-এ পদার্পণ করেছে।

গতকাল নানা আয়োজনের মধ্যদিয়ে একুশে টিভির ১৯তম জন্মদিন পালন করেছে কাতারস্থ একুশে টিভি দর্শক ফোরাম। ফোরামের সভাপতি মোহাম্মদ ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন সাংবাদিক আকবর হোসেন বাচ্চু।

একুশে টিভির কাতার প্রতিনিধি এম.এ. সালামের সার্বিক তত্ত্বাবধানের অনুষ্ঠিত জন্মোৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতারের সভাপতি অধ্যাপক এ.কে.এম. আমিনুল হক।
স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো কাতার প্রতিনিধি তামীম রায়হান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ও কমিউনিটি নেতা কফিল উদ্দিন, শহীদউল্লাহ হায়দার, আব্দুল মান্নান, ফোরকান রেজা ও সালেহ নূরুন্নবী।

কেক কাটা ও নৈশভোজের মধ্যদিয়ে জন্মদিন অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি