ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

 কাতারে চাঁদপুর সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৩, ১০ জুন ২০১৮ | আপডেট: ২১:৩৪, ১০ জুন ২০১৮

পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে কাতারস্থ চাঁদপুর সমিতি দোহার হীরাঝিল রেস্তোরাঁয়।

সংগঠনের সভাপতি মো. মানিক হোসেনের সভাপতিত্বে ও খায়রুল আলম সাগরের পরিচালনায় ইফতার পূর্বক আলোচনায় অংশ নেন কাতার বাংলাদেশ চেম্বারের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক জিএম ওমর শরীফ টিটুসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সিয়াম সাধনার মাস মাহে রমজান, এ মাসে গরিব, দুঃস্থ ও অসহায়দের যাকাত ফিতরা দানের মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করা যায়, দেশে যার যার এলাকায় অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।

ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি