ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আবুধাবিতে ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২০, ১৭ জুন ২০১৮

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে স্বদেশি সহকর্মীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক বাংলাদেশি। নিহত মামুনের লাশ আবুধাবি সেন্ট্রাল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলে জানা গেছে।

নিহত আবদুল্লাহ আল মামুনের (৩৫) বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি থানার দৌলতপুর গ্রামে। তাকে হত্যার সন্দেহভাজন মোহাম্মদ ইদ্রিসের (৪০) বাড়ি চট্টগ্রামের বহদ্দার হাটে।  

আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অফিসার রেজাউল আলম বলেন, মামুন ও ইদ্রিস দুইজনই স্থানীয় একটি টার্নিং ওয়ার্কশপে কাজ করতেন।

সামান্য খাবার নিয়ে তর্কাতর্কি থেকে এ হত্যাকাণ্ড ঘটে। ঈদের দ্বিতীয় দিন শনিবার স্থানীয় সময় দুপুরে আবুধাবির মোসাফফাহর ৩৭ নম্বর ইন্ডাস্ট্রিয়াল জোনে এই হত্যাকাণ্ড ঘটে।  

আরকে//এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি