ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

আগুনে পুড়ে দুই সৌদি প্রবাসী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ১৮ জুন ২০১৮ | আপডেট: ০৮:৫৫, ১৯ জুন ২০১৮

সৌদি আরবে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা গেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুই প্রবাসী। শনিবার গভীর রাতে দেশটির রিয়াদের সোলাই শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুলের ভাই সালেক মিয়া ও এয়াছিনের প্রতিবেশী ফরিদ আহমদ ভূঁইয়া সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে কামরুল ইসলাম (৩৮) ও চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে ইয়াছিন ওরফে ফকির (৩৪)।

নিহতদের পরিবার জানায়, সৌদি আরবে রিয়াদের সোলাই এলাকায় একটি ফোম ফ্যাক্টরিতে কাজ করতেন কামরুল ইসলাম ও ইয়াছিন। ওই ফ্যাক্টরির একটি কক্ষে তারা রাতে ঘুমাতেন।

শনিবার গভীর রাতে সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে সেখানে থাকা দুই প্রবাসীসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে সমুছি হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত কামরুল ইসলাম ও ইয়াছিন দুই সন্তানের জনক। দুই প্রবাসীর মৃত্যুর সংবাদে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি