ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পায়েল হত্যার প্রতিবাদে কাতারে মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৪, ৩ আগস্ট ২০১৮ | আপডেট: ২৩:০৫, ৩ আগস্ট ২০১৮

 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও কাতার সন্দ্বীপ এসোসিয়েশনের সদস্য গোলাম মাওলার ছেলে সাইদুর রহমান পায়েলের হত্যাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা করেছে কাতারস্থ সন্দ্বীপ এসোসিয়েশন।

শুক্রবার রাজধানী দোহার নিউ জামান রেস্তোরাঁয় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম হেলালের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা শামসুল আলম।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা কেফায়েত উল্যাহ, সহ সভাপতি মো. ইউসুফ, এস এম সুমন, সাংবাদিক আকবর হোসেন বাচ্চু সহ আরও অনেকে। প্রতিবাদ সভা শেষে বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মাওলানা এরফান।

এ সময় উপস্থিত জনতা পায়েল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী যানায়। এছাড়াও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

 এমএইচ/ এমজে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি