ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নয়াদিল্লীতে ৪৮তম বিজয় দিবস উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ১৬ ডিসেম্বর ২০১৮

নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ৪৮তম বিজয় দিবস পালন করেছে।   

হাই কমিশন মুক্তিযুদ্ধে ভারতের পূর্ণাঙ্গ সমর্থন ও ভারতীয় যে সব সৈন্যরা বাংলাদেশের মুক্তিসেনাদের সঙ্গে যুদ্ধ করেন তাঁদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

ডেপুটি হাই কমিশনার এ.টি.এম রকিবুল হক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের মহান বিজয় দিবসের বাণী সমূহ পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান সাজানো হয়।

ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ মুক্তিযোদ্ধা, জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শাহাদৎবরণ কারী তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নয়া দিল্লীস্থ হাইকমিশন দিবসটি উদযাপনে সোমবার এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করবে।

এসি  
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি