ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ৬ জনের মৃত্যু  

প্রকাশিত : ১৯:৫২, ২০ ফেব্রুয়ারি ২০১৯

মালয়েশিয়ায় ইপু-পেরাকের একটি বিল্ডিংয়ের ৪র্থ তলার বিনোদন কেন্দ্রে আগুন লেগে বাংলাদেশিসহ ৬ জনের মৃত্যু হয়েছে।       

বুধবার ভোরে দেশটির ইপু-পেরাকের ওই ভবনে আগুন লাগার কারণে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসকষ্টে ঘটনাস্থলেই প্রাণহানির ঘটে। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- বাংলাদেশি যুবক জহিরুল ইসলাম (২৭), দুই স্থানীয় যুবক তাই চেই কিন (৩৭) ও লাউ ওয়াই হুং (৩৬) এবং দুই ভিয়েতনামী তরুণী নুগু ইয়েন থী থু ডুং (২১) ও নিউ ইয়েনথী ট্র্যাং (১৯)।

নিহতদের লাশ উদ্ধার করে পেরাকের রাজা পারমাসুরি বাইনুন হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে গুরুতর আহত ২ জনের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ সাইদন জানান, ভোর ৫টা ৪৯ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট সেখানে পৌঁছে।  

সাইদন জানান, আটতলা ভবনটি পূর্বে একটি অফিস ব্লক ছিল। তারা আগুনের কারণ তদন্ত করছেন।

এসি 

   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি