ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মালয়েশিয়া প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন

প্রকাশিত : ২০:০৪, ১ এপ্রিল ২০১৯ | আপডেট: ২০:০৫, ১ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুহ. শহীদুল ইসলাম বলেছেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে। দু`দেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। তারই ধারাবাহিকতা রক্ষার্থে সকলে এক সঙ্গে কাজ করে যেতে হবে।

মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া কর্তৃক আয়োজিত ‘আমাদের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা ও প্রেসক্লাব কর্তৃক ‘অগ্নিঝরা’ স্মরণিকার মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গত (৩১ মার্চ) রোববার রাতে কুয়ালালামপুর হোটেল ফার্ষ্ট বিজনেস ইনে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আহমাদুল কবিরের সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম হিরণ এবং নির্বাহী সদস্য ফরহাদ হোসেনের যৌথ পরিচালনায় পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হাইকমিশনার মুহ. শহীদুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার আহ্বানে সাড়া দিয়ে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের বিজয় অর্জিত হয়েছিল। 

স্বাধীনতার ৪৮ বছর পর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।’

এ সময় রাষ্ট্রদূত বলেন, ‘প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে।

তিনি আরও বলেন, ‘মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রকম সেবা দ্রুত ও সহজে প্রদান করার জন্য দূতাবাস আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সকলের দায়িত্ব উন্নয়নের চাকাকে আরও গতিশীল করা। এক্ষেত্রে প্রবাসী ভাইদের অবদান অনেক বেশি। প্রবাসে শুধু কাজই করে না বাংলাদেশকেও প্রতিনিধিত্ব করে। `

হাই-কমিশনার আরও বলেছেন, ‘বন্ধুত্বের নিদর্শন স্বরুপ মালয়েশিয়া সরকার আড়াই বছর ধরে বৈধতার সুযোগ দিয়েছে। এ বৈধকরণ প্রকল্পে প্রায় ৬ লাখ অভিবাসী নিবন্ধন করেছিল, এদের মধ্যে প্রায় ৪ লাখ ৫০ হাজার বৈধতা পেয়েছে। বাকি যারা আছেন তারা কোম্পানির বিভিন্ন সমস্যার কারণে বৈধ হতে পারেননি। আমরা মালয়েশিয়ার সরকারকে অনুরোধ করেছি তাদেরকেও বৈধ করে নেয়ার জন্য। ফলে তাদের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।"

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ভুল বার্তা দেয় বা ভীতির সঞ্চার করে এমন সংবাদ প্রকাশ হলে দেশে অবস্থিত প্রত্যেকটা পরিবার দুশ্চিন্তায় পড়ে। বন্ধু রাষ্ট্র মালয়েশিয়া সম্পর্কে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার করে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে উল্লেখ করে মহ. শহীদুল ইসলাম বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিধ্যমান রয়েছে তার ধারাবাহিকতা রক্ষার্থে সকলে একযোগে কাজ করে যেতে হবে। বিদেশিকর্মী নিয়োগে সোর্স কান্টির তালিকা থেকে বাংলাদেশ বাদ পড়েনি বলেও জানান তিনি।

এ সময় বাংলাদেশ কমিউনিটি নেতা, মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদরা স্বাধীনতার তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন, ইন্টা: ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর ড. এম আব্দুল কুদ্দুছ, মুক্তিযোদ্ধা শওকত হোনে পান্না, কমিউনিটি নেতা মকবুল হোসেন মুকুল, কামরুজ্জামান কামাল।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া কর্তৃক প্রকাশিত ‘অগ্নিঝরা’ নামক স্মরণিকার মোড়ক উম্মেচন ও প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় প্রবাসীদের সম্মাননা পুরস্কার প্রদান করেন মান্যবর হাই কমিশনার মুহ.শহীদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই-কমিশনের প্রথম সচিব শ্রম মো. হেদায়েতুল ইসলাম মন্ডল, প্রথম সচিব কনস্যুলার মো. মাসুদ হোসাইন, প্রফেসর ড. আবুল বাশার, দাতু আক্তার হেসেন, দাতু এন সাহা, মনিরুজ্জামান মনির, এমদাদুল হক সবুজ মামা, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সাংবাদিকবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, গোপালগঞ্জ জেলা সমিতি, ফরিদপুর জেলা সমিতিসহ সামাজিক ও রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি