ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

যুক্তরাজ্যে ফটিকছড়ি কমিউনিটির ইফতার মাহফিল

প্রকাশিত : ১৯:৪৮, ২১ মে ২০১৯

যুক্তরাজ্যে ফটিকছড়ি কমিউনিটি ইউকের উদ্যেগে  ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার পূর্ব লন্ডনের ফিস্ট এন্ড মিস্টি রেস্টুরেন্টে এ মাহফিল অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী মোহাম্মদ ইসহাক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন সাংবাদিক সরওয়ার হোসেন।

এসময় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আকতারুল আলম,ব্যারিস্টার আলী রেজা, কাজী মোহাম্মদ ফয়েজুল আলম, অনুপম সাহা, মাসুদুর রহমান, ব্যারিস্টার গনি উল্লাহ, ব্যারিস্টার আব্বাস উদ্দিন, মোহাম্মদ জব্বার, আরিফ সোবহান, সৈয়দ রাসেল, আজমল করিম, মোহাম্মদ আলী তালুকদার, মোহাম্মদ আলম চৌধুরী প্রমুখ।

সভায় সংগঠনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া আগামী ১৫ জুন ইদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এনএম/ কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি