ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ইফতার করিয়ে গিনেস বুকে হিন্দু শিল্পপতি

প্রকাশিত : ২০:৩৬, ২১ মে ২০১৯

ইফতার করিয়ে গিনেস বুকে নাম লেখালেন হিন্দু শিল্পপত। প্রায় এক কিলোমিটার দীর্ঘ লাইনের মানুষকে ইফতার করিয়ে বিশ্ব রেকর্ড গড়েন এই শিল্পপতি। এতে কোন জায়গা ফাঁকা ছিলনা। 

জগিন্দর সিং সালারিয়া নামের ভারতীয় ওই ব্যক্তি দুবাইয়ের একজন বড় শিল্পপতি। তিনি ‘পিসিটি হিউম্যানিটি’ নামক একটি দাতব্য সংস্থার প্রতিষ্ঠাতা।

কাতারে গরীব মুসলিমদের জন্য বিনামূল্যে তিনি এ ইফতারের ব্যবস্থা করেন। যেখানে ৭ প্রকারের খাবার ছিল। তার এ মহৎ উদ্যোগ গিনেস বুকের ‘লংগেস্ট লাইন অব হাঙ্গার রিলিফ প্যাকেজ’ রেকর্ডে জায়গা করে নেয়।

গত শনিবার নিজের কোম্পানির সামনে ইফতার প্রদান করে এই রেকর্ড গড়েন বলে জানিয়েছে গালফ নিউজ ও দ্য হিন্দু।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, দুবাই ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় অবস্থিত তার নিজের কোম্পানি পেহাল ইন্টারন্যাশনালের সামনে প্রতিদিন দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেন তিনি। চলমান সেই প্রক্রিয়ার অংশ এই বিশ্ব রেকর্ড।

এতে আরও বলা হয়েছে, কোন স্বার্ধ অথবা রেকর্ডের জন্য নয় শুধুমাত্র দরিদ্র মানুষদের মুখে হাসি ফুটাতেই তার এ উদ্যোগ।

মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব ডগলাস পালাউ এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সূত্রঃ দ্যা হিন্দু

আই/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি