ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মালয়েশিয়ায় বজ্রপাতে এক বাংলাদেশি নিহত

প্রকাশিত : ১৮:১৬, ৭ জুলাই ২০১৯

মালয়েশিয়ায় বজ্রপাতে মজনু রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় মালয়েশিয়ায় সেলাংঙ্গর প্রদেশের শাহআলম নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হন।

জানা গেছে, বজ্রপাতে নিহত মজনু রহমানের বাড়ি যশোর জেলায়। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহত দুই বাংলাদেশি বর্তমানে সুঙ্গাইবুলু হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

তথ্য মতে, নিহত মজনু ও আহত দুই বাংলাদেশি জিটুজি প্লাস (কলিং) ভিসায় শাহ আলমের ম্যস্কভিক এসডিএন বিএইচডি নামক কোম্পানিতে মালয়েশিয়ায় এসেছিলেন।

এনএম/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি