ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৫, ১৬ আগস্ট ২০১৯

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় ইয়াসিন মিয়া ও ইয়াসিন আলী নামে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকালে রিয়াদের সোলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন মিয়া কুমিল্লার বরুরা উপজেলার বাসিন্দা। আর নিহত ইয়াসিন আলী ময়মনসিংহের গফরগাও উপজেলার বাসিন্দা।

নিহত দুজনেই একটি কোম্পানিতে পরিচ্ছন্নকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। কাজ শেষে গাড়িতে করে বাসায় ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি সোলাই এলাকায় পৌছালে একটি লড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি