ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুয়ালালামপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে

প্রকাশিত : ১৫:৫১, ১ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৫:৫২, ১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় কুয়ালালামপুর ছাত্রলীগ মহানগরের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গতকাল শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল মেট্রোতে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্রলীগ কুয়ালালামপুর মহানগর মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক এসএম সুমন ও কুয়ালালামপুর মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি আনিসুর রহমান রিপনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ কুয়ালালামপুর মহানগর মালয়েশিয়া শাখার সভাপতি এমএইচ জুয়েল।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওমী লীগের কার্যনির্বাহী সদস্য শাহীন সর্দার। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মালয়েশিয়া যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুনসুর আল বাসার সোহেল। বিশেষ বক্তা যুবলীগ নেতা মার্শাল পাভেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া আওমী লীগের সদস্য কবি আলমগীর হোসেন, মালয়েশিয়া সেচ্ছাসেবক লীগের সহসভাপতি জালাল উদ্দিন সেলিম। 

এ সময় আরও বক্তৃতা রাখেন বুকিত বিন্তাং যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিমুল, যুবলীগ নেতা আকাব্বার মাহমুদ, কুয়ালালামপুর মহানগর ছাত্রলীগ এর সহ-সভাপতি ইলিয়াস হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাকিব, সালমান খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল, মো. মালেক মিয়া, প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান, মালয়েশিয়া ছাত্রলীগ নেতা তিতুমীর, ডলার রঞ্জন দাস, আনিসুর রহমান সুর্য, মাসুম বিল্লাহ, রুবেল রানা, ইমামুল হক প্রমুখ। এছাড়া, মালয়েশিয়া ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির রায়হানসহ আরও অনেকে। 

পরে দেশের জাতীয় সংগীত, বঙ্গবন্ধুসহ তার পরিবার ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত হওয়া সব শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি