ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ায় ‘বাংলাদেশি স্কুল’ প্রতিষ্ঠার আহ্বান

শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া

প্রকাশিত : ২১:০৯, ২৩ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২২:৩২, ২৩ সেপ্টেম্বর ২০১৯

দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দেশ মালয়েশিয়া। আর এ দেশে শ্রম, শিক্ষা এবং ব্যবসার মাধ্যমে প্রশংসিত হওয়া বাংলাদেশিদের সংখ্যা নেহাত কম নয়। বিভিন্ন পেশায় প্রায় আট লাখ বাংলাদেশির বসবাস এ দেশে, যাদের অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে থাকেন। কিন্তু শিক্ষার জন্য বাংলাদেশি শিশুদের জন্য নেই কোনও ভালোমানের স্কুল। এবার মালয়েশিয়ায় একটি বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।   

রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের গ্রান্ড প্যাসিফিক হোটেলের বলরুমে অনুষ্ঠিত যশোর সমিতির বার্ষিক মিলন মেলায় সমিতির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান করেন ৷ 

এসময় সাবেক শিক্ষা সচিব বলেন, ‘কোন একটি দেশের সভ্যতা-সংস্কৃতি না থাকলে সে জাতি বিলিন হয়ে যায়। শিশুদের মধ্যে সংস্কৃতি বিস্তারের অন্যতম মাধ্যম হলো বিদ্যালয়। তাই মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি শিশুদের জন্য বাংলাদেশি স্কুল স্থাপন করা প্রয়োজন।’

এছাড়াও তিনি বাংলাদেশে চিকিৎসা, শিক্ষা ও খাদ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ করতে আহ্বান জানান৷
 
এর আগে সমিতিটির দপ্তর সম্পাদক এম এম কবিরুজ্জামান জীবন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শেখ আরিফুজ্জামান এবং আসাদুজ্জামানের সঞ্চালনায় ও হাফেজ মাওলানা একরামুল হকের কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো: হেদায়েতুল ইসলাম মন্ডল বলেন, দালালদের মাধ্যমে নকল 'ট্রাভেল পাস' করার ফলে অনেককেই জেলে যেতে হয়েছে। 

তিনি বলেন, নকল ট্রাভেল পাস নিয়ে কেউ যদি বাংলাদেশে যায়, বাংলাদেশ ইমিগ্রেশন তাকে মালয়েশিয়ায় ফেরত পাঠাবে। ট্রাভেল পাস নকল করলে ওই ব্যক্তি তার নাগিরকত্ব প্রমাণ করতে ব্যর্থ হবেন। ফলে তাকে সারা জীবন মালয়েশিয়ার জেলে থাকতে হতে পারে৷

এ সময় আরও বক্তব্য রাখেন যশোর সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেন, উপদেষ্টা শাহিন সরদার, সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান, ইঞ্জিনিয়ার সুলতানুর রেজা, রাশেদ বাদল, অহিদুর রহমান অহিদ, এসএম রহমান পারভেজ, মনির দেওয়ান, ইকবাল হোসেন সেলিম, বিপ্লব মোল্লা, ইকবাল হোসেন সেলিম, বিপ্লব মোল্লা, সাখাওয়াত হোসেন, কনিকা ইসলাম, ইঞ্জিনিয়ার রাহাদুজ্জামান রাহাদ প্রমুখ।

মিলন মেলার এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার সভাপতি মনির বিন আমজাদ, হাজী সাইফুল, মিনারুল, শাহীন, বিল্লাল মোল্লা, রায়হান, এস এম সাগির রাজ, মো. রাসেদ আলী, গোলাম মোর্শেদসহ মালয়েশিয়ায় অবস্থানরত বৃহত্তর যশোর জেলার প্রবাসী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি