ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৩, ২৪ সেপ্টেম্বর ২০১৯

সৌদি আরবের রাজধানী রিয়াদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মুহাম্মদ আরাফাত (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

প্রবাসী মুহাম্মদ আরাফাত গত ১৯ সেপ্টেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে রাজধানী রিয়াদে একটি বেসরকারি হাসপাতালের ভর্তি হয়। আরাফাতের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার দিবাগত রাতে রিয়াদে এই রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়।

উল্লেখ্য, সৌদি আরবের রিয়াদ প্রবাসী মুহাম্মদ আরাফাত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া মনির আহমদ পাড়া নিবাসী মুহাম্মদ ইউসুফের ছোট ভাই।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি