ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সৌদিতে বাসের মুখোমুখি সংঘর্ষে ২ বাংলাদেশি সহোদর নিহত

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৮, ১৮ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৯:৩০, ১৮ অক্টোবর ২০১৯

সৌদি আরবের পবিত্র মক্কা-মদিনা সড়ক দুর্ঘটনায় ৩৬জন ওমরাহ হজ্বযাত্রী নিহত হয়েছেন।এর মধ্যে দুই বাংলাদেশি সহোদরও নিহত হয়। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
 
জানা যায়, মদিনা মানোয়ারা থেকে ১৭০ কিলোমিটার দূরে মক্কা-মদিনা সড়কে একটি বাসের সঙ্গে অপর একটি ভারী যানবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।নিহতদের মধ্যে আব্দুল হালিম (৩০) ও দ্বীন ইসলাম (২৫) নামে দুই বাংলাদেশি সহোদরও রয়েছেন। 

নিহত এই দুই সহোদর নারায়নগঞ্জের কাঞ্চন পৌরসভার কলাকতলী এলাকার বাসিন্দা মুহাম্মদ হাবিব উল্লাহ মিয়া ছেলে। 
এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি