ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সন্দ্বীপ সোসাইটি ইউএসএ নির্বাচনে পান্না-আলাউদ্দিন বিজয়ী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৫, ১৯ নভেম্বর ২০১৯

যুক্তরাষ্ট্রে অবস্থানরত সন্দ্বীপবাসীদের অন্যতম সংগঠন সন্দ্বীপ সোসাইটি ইউএসএ নির্বাচনে আবদুল হান্নান পান্না- আলাউদ্দিন পরিষদ বিজয় লাভ করেছে। গত রোববার (১৭ নভেম্বর) ব্রুকলিনের পাবলিক স্কুল ওয়ান সেভেন্টি নাইনে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়। একটি পান্না- আলাউদ্দিন পরিষদ অন্যটি হল আমিন-সাইফুল পরিষদ।

সভাপতি পদে আবদুল হান্নান পান্না পেয়েছেন ১৪৬৮ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী নুরুল আমিন পেয়েছেন ৯১২।  

সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো এ কে আলাম পেয়েছেন ২১ ভোট, মো. হেলাল উদ্দীন ১২৯৫, এ কে এম মিয়া হানিফ ৯৬৯ ভোট। 

সহ-সভাপতি পদে মোজাহারুল ইসলাম সাহাবুদ্দীন ১৩৪০ ভোট, মো. কাসেম ১২৬৪, ফসিউল আলম ৯৪৬, আনোয়ার হোসেন ৮৪২, মো আজিজুল্লাহ পেয়েছেন ৮৮২ ভোট।

সাধারণ সম্পাদক পদে এস এম আলাউদ্দিন পেয়েছেন ১৩০৮ ভোট, আব্দুল মান্নান ৯৪৪, মো. সাইফুল ইসলাম ১০১২, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন মনির ১৩২৩, আরিফুর রহমান চৌধুরী পেয়েছেন ৯৮০ ভোট।

সাংগঠনিক সম্পাদক মো. কে সরদার পেয়েছেন ১৩৭৫ ভোট, মো. আলমগীর হোসেন ৯০৩, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম ১২৮০, মো সোহেল পেয়েছেন ৯৮৬ ভোট।

কোষাধ্যক্ষ পদে মো. আমজাদ হোসেন ১৩২৪ ভোট, মো আনেয়ারুল ইসলাম ৯৭২, সহ-কোষাধ্যক্ষ রিদোয়ান বারী ১৩০১, নাসির উদ্দিন-৯৭৩ ভোট।

সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে মাইনউদ্দীন আহমেদ আরিফ ১২৫৮, মো. আলাউদ্দিন পেয়েছেন ৯৯৫ ভোট।

ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আহম্মেদ সোহেল ১৩১৫, নিজামুল ইসলাম সিজার ৯৭২, প্রশিক্ষণ ও কর্ম বিষয়ক সম্পাদক পদে এস এম ইসলাম আহরি ১৩২৭, মুসলিম উদ্দীন পেয়েছেন ৯২৩ ভোট।

দপ্তর সম্পাদক সাফায়েত হোসেন পেয়েছেন ১৩৪৬, ইদ্রিস আলম আলো ৯১০। আইন বিষয়ক সম্পাদক পদে মাইনউদ্দীন ১২৯২, মো. এ রসুল ছোট্টন পেয়েছেন ৯৪৩ ভোট।

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ এম উদ্দীন ১২৮৪, মোকতাদের মাওলা রোবেল পেয়েছেন ৯৮৩ ভোট।

উল্লেখ্য, এই নির্বাচনে ভোটিং মেশিনের ত্রুটি বিচ্যুতির অভিযোগ এনে এই ফলাফলকে বর্জন করেছে আমিন-সাইফুল পরিষদ। নিউ ইয়র্কে অনুষ্ঠিত বিগ বাজেটের এই নির্বাচনে ব্যাপক প্রচার প্রচারণার মধ্য দিয়ে শেষ হলেও ভোটিং মেশিনের ত্রুটি বিচ্যুতি নিয়ে এই ফলাফলকে প্রত্যাখ্যান করেছে প্রতিপক্ষ। নির্বাচনকে কেন্দ্র করে দেশে-বিদেশে লাখো সন্দ্বীপবাসীর মধ্যে ব্যাপক উৎসব আমেজ দেখা যায়।

এসি/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি