ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভিডিও বার্তার পর সৌদি আরবে হুসনে আরা উদ্ধার [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ২৬ নভেম্বর ২০১৯

সৌদি আরবের নাজরান এলাকায় একটি বাড়ি থেকে ভিডিও বার্তায় দেশে ফেরার আকুতি জানানো গৃহকর্মী হুসনে আরাকে উদ্ধার করেছে পুলিশ।

পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের দ্রুত পদক্ষেপে বিষয়টি সম্ভব হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানান হয়।

হুসনে আরা নাজরান এলাকায় পুলিশ হেফাজতে রয়েছেন। সোমবার এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা পররাষ্ট্রমন্ত্রীর নজরে আসে। এরপর সৌদিতে সংশ্লিষ্ট দূতাবাসে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি। হুসনে আরাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে জেদ্দা দূতাবাস।

একে//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি