ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কমিটি গঠন

আব্দুল হামিদ, যুক্তরাষ্ট্র থেকে

প্রকাশিত : ১৮:৪২, ২৭ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৮:৪৩, ২৭ নভেম্বর ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৮ ও ২৯ মার্চ ২০২০ শনি ও রোববার হোটেল লাগোর্ডিয়া ম্যারিয়টে বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানকে সফল করতে আমেরিকার সকল অঙ্গরাজ্যে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদের সমন্বয়ে প্রতি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ৩টি আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের বঙ্গবন্ধু প্রেমিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে আরো অন্তর্ভূক্ত করা হবে।

কমিটিতে ড. নূরুন নবী -আহবায়ক, জাকারিয়া চৌধুরী-সদস্য সচিব, আব্দুল কাদের মিয়া-প্রধান সমন্বয়কারী, যুগ্ম আহবায়কবৃন্দ: রেফায়েত উল্লাহ চৌধুরী, ফাহিম রেজা নূর, অধ্যাপিকা হোসনে আরা বেগম, আতিউর রহমান, সফেদা বসু, বিশ্বজিত সাহা, দস্তগীর জাহাঙ্গীর, নজরুল আলম, ড. ফারুক আজম, মোহাম্মদ রুমি কবির। যুগ্ম সচিববৃন্দ: আবুল হোসেন, আজহারুল ইসলাম লিটন, আমিনুল ইসলাম কলিন্স, কামাল হোসেন মিঠু, মুমু আনসারী, শাকিল মিয়া, জি আই রাসেল, এম রহমান জহির, শেখ সেলিম, জাহাঙ্গীর হোসেন, সুরুজ্জামান সরদার, রানা হাসান মাহমুদ, মিনহাজ শরীফ রাসেল, সুব্রত তালুকদার, সেমন্তী ওয়াহেদ, মতিউর রহমান চৌধুরী।

যুগ্ম আহবায়কবৃন্দ: রেফায়েত উল্লাহ চৌধুরী, ফাহিম রেজা নূর, অধ্যাপিকা হোসনে আরা বেগম, আতিকুর রহমান, সফেদা বসু, বিশ্বজিত সাহা, দস্তগীর জাহাঙ্গীর, নজরুল আলম, ড. ফারুক আজম, মোহাম্মেদ রুমি কবির, মুক্তিযোদ্ধা রেজাউল বারী, পারভীন পাটোয়ারী।

যুগ্ম সচিববৃন্দ: শিব্বীর আহমেদ, আবুল হোসেন, আজহারুল ইসলাম লিটন, আমিনুল ইসলাম কলিন্স, কামাল হোসেন মিঠু, মুমু আনসারী, শাকিল মিয়া, জি আই রাসেল, এম রহমান জহির, শেখ সেলিম, জাহাঙ্গীর হোসেন, সুরুজ্জামান সরদার, রানা হাসান মাহমুদ, মিনহাজ শরীফ রাসেল, সুব্রত তালুকদার, সেমন্তী ওয়াহেদ, মতিউর রহমান চৌধুরী, ইফজাল চৌধুরী, মিজানুর রহমান।

সমন্বয়কারীবৃন্দ: জাফর আহমেদ, আশরাফ আলী খান লিটন, স্বীকৃতি বড়–য়া, সরিুল ইসলাম বাবলূ, খাইরুল ইসলাম খোকন, রাজ চৌধুরী, মোঃ আরিফুল ইসলাম, আলী হোসেন, ওয়াসিউর রহমান ইমন, মিজানুর রহমান চৌধুরী, সাখাওয়াত আলী, নূরান্নবী চৌধুরী, সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন, মাহমুদুর রহমান।

উপদেষ্টামন্ডলী: ড. খন্দকার মনসুর, সৈয়দ মোহাম্মদ উল্লাহ, কবি বেলাল বেগ, দারা বিল্লাহ, নিজাম চৌধুরী, ডাঃ জিয়াউদ্দিন আহমেদ, ড. বামন দাস বসু, মাহবুব রেজা রহিম, বেদারুল ইসলাম বাবলা, নার্গিস আহমেদ, রায়হান জামান, রাহাত আল মুক্তাদির, গোলাম ফারুক ভ‚ইয়া, নাহিদ চৌধুরী, মীর চৌধুরী, কবীর পাটোয়ারী, ইঞ্জিনীয়ার আবুবকর হানিফ,মইনুল হক বাচ্চু, সউদ চৌধুরী, মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, এম এ সালাম, শামীম চৌধুরী, তফাজ্জল করিম, হাসান ফেরদৌস, নাসির আলী খান পল, মীর নিজামুল হক, আকবর হায়দার কিরণ, আবীর আলমগীর, মোস্তফা কামাল পাশা মানিক, আবদুল হাই জিয়া, কবীর আনোয়ার, নিনি ওয়াহেদ, ড. মহসীন আলী, মোরশেদ আলম, ড. আশরাফ আহমেদ, শাহ আলম মজুমদার, মিজানুর রহমান মজুমদার, ডাঃ মোহম্মদ আলী মানিক, রানা ফেরদৌস চৌধুরী, ড. মহসীন পাটোয়ারী, ড. খন্দকার সুফিয়ান, রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান, তাজুল ইমাম, ড. প্রদীপ রঞ্জন কর, আবদুর রহিম বাদশা, মোঃ হানিফ, রমেশ নাথ, মোঃ এবি সিদ্দিক, জাহিদুল মামুন জামি, ডাঃ হাসান মামনি, কবি ফকির ইলিয়াস, হাসান আবদুল্লা, ড. আবু নাসের রাজিব, প্রফেসর হাসান মাহমুদ, মনজুর কাদের, খালেদ শরফুদ্দিন, জি এইচ আরজু, ড. সব্যসাচি দস্তিদার, মোহম্মদ এমরান, রাশেদ আহমেদ, গোলাম এম কে খান মিরাজ, মিথুন আহমেদ, খোরশেদ আনোয়ার বাবলু, ডাঃ সাজেদ কামাল, বি এম জাকির হোসেন, ফার্মাসিস্ট আউয়াল সিদ্দিকী, মুজিবুর রহমান, ডাঃ আব্দুল বাতেন, শরাফ সরকার, আবুল বাশার চুন্নু, হাকিকুল ইসলাম খোকন।

সদস্যবৃন্দ: ড. জিনাত নবী, হাজী মফিজুর রহমান, ইকবাল ইউসুফ, দেওয়ান বজলু চৌধুরী, ডাঃ রবি আলম, তুহিন খান, মেজবাহ আহমেদ, ফরিদ আলম, শামসুল আবেদীন, রহিম নেহাল, ড. টমাস দুলু রায়, নবেন্দু বিকাশ দত্ত, ড. দিলীপ নাথ, নাদিম ভ‚ঁইয়া অপু, আবুল বারাকাত, দিলু মাওলা, নুরুল তালকদার, কবি মিশুক সেলিম, সোলায়মান আলী, আল আমিন বাবু, শহীদ রেজা নূর, ডানা ইসলাম, সঞ্জয় কর্মকার, তোফায়েল আহমেদ, আল আমিন, শহীদ উদ্দিন, তাহমিনা শহীদ, আল আমিন বাবু, লুৎফুন নাহার লতা, মিথুন আহমেদ, জাকিয়া ফাহিম, রূপা আবদুল্লাহ, ডানা ইসলাম, উর্বি হাই, মনিরুল ইসলাম, আদনান সৈয়দ, নাজনীন হোসেন, আজমল আলী, শহীদ আলম, শওকত আলম, করিমুল হক চৌধুরী (ফরহাদ), আবু তাহের বীর প্রতীক, মিনহাজ আহমেদ, মোহাম্মেদ কবীর কিরণ, শহীদুল মল্লিক, জুনেদ খান, মনিরুল ইসলাম চৌধুরী (শিকাগো), সিরাজুদ্দিন আহমেদ, ম্যাজিসিয়ান খান শওকত, গোপাল সান্যাল, শুভ রায়, এম এইচ আকমল, মাহবুবুর রহমান ভ‚ঁইয়া, এ এইচ রাসেল, নজরুল ইসলাম, শামীমুল ইসলাম শামীম, সৈয়দ মনিরুল ইসলাম, চন্দ্র শেখর দত্ত, মশিউল আলম, ফারুক হোসেন, সন্তোষ কুমার চৌধুরী, মোহাম্মদ নাসিরুদ্দিন, হুমায়ুন কবির, কামরুল হাসান চৌধুরী, মোহাম্মদ শহীদুল্লাহ, হাজী আব্দুল জলিল, মশিউল আলম জগলু, আলাউদ্দিন সরদার, ওসমান গণি, মোহাম্মদ ইউসুফ, ইকবাল আহমেদ, এফএফ হারুন চৌধুরী, হাবিব আহমেদ টিয়া, সুহাস বড়ুয়া, মাহফুজুর রহমান, শফিকুল ইসলাম, নাসরীন চৌধুরী, বিএম জাকির হোসেন, মুক্তিযোদ্ধা মনির হোসেন, মুক্তিযোদ্ধা ওমর ফারুক খসরু, মুক্তিযোদ্ধা আবদুল লতিফ বিশ্বাস, শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন স্বপন, গোপন সাহা, ওবায়দুল্লাহ মামুন, কাজী শফিকুল হক, মোহাম্মদ ইউসুফ, ওসমান গণি, মহফুজুর রহমান, মিশা রহমান, জাকির হোসেন, মোরশেদা খাতুন, জাহিদ ওসমান মামুন, মহিতোষ তালুকদার তাপস, রেজ্জাকুল হায়দার ফরিদ, আহমেদ হাসান, রোজী কামাল, জীবক কুমার বড়ুয়া, ফজলুর আর চৌধুরী, আমান উল্লাহ আমান, মোস্তাফিজুর রহমান। 

আরকে/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি