ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌদি থেকে আরও ৩৫ নারীর দেশে ফেরার আকুতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮, ২৮ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সৌদি আরবে নির্যাতন থেকে বাঁচার আকুতি জানিয়ে ভিডিও বার্তা পাঠানোর পর দেশে ফিরিয়ে আনা হয়েছে দুই নারীকে। তারা হলেন-পঞ্চগড় জেলার গৃহবধু সুমি আক্তার এবং হ‌বিগ‌ঞ্জের গৃহবধু হুসনা আক্তার। পরপর দুজনের উদ্ধারের ঘটনা দেখে এবার ভিডিও প্রকাশ করেছেন আরও ৩৫ জন নারীকর্মী।

বুধবার রাতে সৌদি আরবে অবস্থানরত ৩৫ নারী ভিডিওটি প্রকাশ করেন।

এ বিষয়ে ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বলেন, এই নারীদের আমার স্যালুট। রাষ্ট্র বা নিয়োগকর্তা কেউ তাদের শেখায়নি। তারা নিজেরাই এই কৌশল উদ্ধার করেছে।

শরিফুল হাসান বলেন, আমি গত দশ বছর ধরে বলছি আমাদের মেয়েদের শুধু একটা মোবাইল ব্যবহারের অনুমতি দেয়া হোক তারা যাতে বিপদে পড়লে জানাতে পারে। দেখবেন তখন সব সত্য বেরিয়ে আসবে। কিন্তু আফসোস সৌদিরা আমাদের মেয়েদের মোবাইল ব্যবহার করতে দেয় না। সুমি, হুসনারা বহু কষ্ট করে লুকিয়ে যোগাযোগ করে। আমার ভয় হচ্ছে এতগুলো ভিডিও প্রকাশ করার পর সৌদিরা হয়ত আরও কঠোর হবে। আমি বলব আমাদের এখন রাষ্ট্রীয়ভাবে দাবি তোলা উচিত যাতে আমাদের মেয়েরা মোবাইল ব্যবহার করতে পারে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি