ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ার নিলায়ে ২৮ বাংলাদেশি গ্রেফতার

শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া

প্রকাশিত : ১৫:০২, ১২ ফেব্রুয়ারি ২০২০

মালয়েশিয়ার রাজধানীর অদূরে নিলায়ে অভিবাসন বিভাগের অভিযানে ২৮ বাংলাদেশিসহ ৬৯ জনকে গ্রেফতার করে ইমিগ্রেশন।

মঙ্গলবার নিলায় উতামা ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও সেনাঅংয়ের অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ আটক করা হয় ১১০ জনকে। আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ৬৯ জনকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশের ২৮, ইন্দোনেশিয়ার ২৩, পাকিস্তানের ১০, ইন্ডিয়ার ৭ ও একজন মিয়ানমারের নাগরিক। গ্রেফতারকৃতদের আইনের বিভিন্ন ধারায় গ্রেফতার করা হয়েছে।

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করা বিদেশি অভিবাসীদের আটকের জন্য প্রতিদিন অভিযান চলছে। আর সেই অভিযানে কেউ কেউ গ্রেফতার হয়ে দেশে ফেরার অপেক্ষায়। আবার ভাগ্যের জোরে অভিবাসন বা পুলিশের হাত এড়িয়ে হাজার হাজার বাংলাদেশি চলছে রোজগারের সন্ধানে। গ্রেফতারের ভয়কে জয় করে প্রতিদিন ছুটে চলছে এসব বাংলাদেশি। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি