ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ২ বাংলাদেশি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ৩ মার্চ ২০২০ | আপডেট: ১৭:১৯, ৩ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জাকের আলী (২২) এবং আব্দুল হান্নান (৩০) নামের দু’জন বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সময় ১টার দিকে চলন্ত গাড়ির চাকা খুলে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে প্রবাসী একটি সূত্র।

নিহত দু’জনই মৌলভিবাজারের বাসিন্দা। কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামে জাকের আলী এবং আব্দুল হান্নানের বাড়ি জুড়ি উপজেলায়। তারা দুজনেই শ্রমিক ভিসা নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন।

জাকের ও হান্নানের মৃত্যুতে তাদের বাড়িতে শোকের মাতম চলছে। 

এর আগে গত বছরের ২০ ডিসেম্বর সৌদি আরবের মদিনা-জেদ্দা মহসড়কের এক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের মেজবাহ উদ্দিন ফাহিম (২৫) ও একই উপজেলার লাঙ্গলবন্দ এলাকার সাজ্জাদ (৩০) নিহত হয়েছিলেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি