ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

ইতালিতে করোনায় আক্রান্ত এক বাংলাদেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ৪ মার্চ ২০২০

ইতালিতে এক বাংলাদেশির শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। তিনি দেশটির মিলান শহরের বাসিন্দা। ইতালিস্থ বাংলাদেশি দূতাবাসের বরাত দিয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো।

এর আগে সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের অবস্থা স্থিতিশীল। সংযুক্ত আরব আমিরাতেও এক বাংলাদেশি নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, গেল বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশে উহানে প্রথমবারের মতো প্রাণঘাতি করোনা ভাইরাস ধরা পড়ে। এরই মধ্যে অন্তত ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এর মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু চীনে। দেশটির মূল ভূখণ্ডে এ পর্যন্ত ২ হাজার ৯৮১ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন অন্তত ৮০ হাজার ২৭০ জন। বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৭৯৬ জন, আর মারা গেছেন অন্তত ৩ হাজার ২০১ জন।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি