ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মোহাম্মদ ফিরোজ, সৌদি আরব থেকে

প্রকাশিত : ০৮:৪৩, ৫ মার্চ ২০২০ | আপডেট: ০৯:০৫, ৫ মার্চ ২০২০

সৌদি আরবের দাম্মামের আল খোবারে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম লিটন (৪৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম লিটন চট্টগ্রাম ফটিয়া সংসদ সদস্য ও চিফ হুইপ শামসুল আলম চৌধুরী নিকট আত্মীয় বলে জানিয়েছেন নিহতের বন্ধু রাসেল।

রাসেল আরও জানান, আব্দুর রহিম লিটন আলসাইয়া কোম্পানির স্টারবক্স কফি হাউসে কাজ করতেন। প্রতিদিনের মতো কাজ শেষ করে বিকালে বাসায় ফেরার পথে ট্রাফিক সিগন্যাল অমান্য করে একটি প্রাইভেটকার জোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি।

নিহত আব্দুর রহিম চট্টগ্রাম ফটিয়া থানার ১০ নং ধলঘাট ইউনিয়নের বাসিন্দা আব্দুল ছবুরের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের মরদেহ দাম্মামের আল খোবার হাসপাতালে রাখা হয়েছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি