ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ক্যানসাসে ইয়ং ডেমোক্র্যাট প্রেসিডেন্ট নারায়ণগঞ্জের রায়ান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ১৫ মার্চ ২০২০

যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যে যুবকদের রাজনৈতিক সংগঠন ইয়ং ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রবাসী বাংলাদেশি রায়ান রেজা। তিনি ক্যানসাস স্টেট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। বাংলাদেশে তার বাড়ি নারায়ণগঞ্জে। তিনি ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজার সন্তান।

গত ৭ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে রায়ান এই পার্টির সেক্রেটারি ও ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

কমিটিতে প্রথম ভাইস প্রেসিডেন্ট, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ট্রেজারার ছাড়াও রয়েছেন চার বোর্ড মেম্বার, চ্যাপ্টার রয়েছে ২১টি। মোট সদস্য সংখ্যা এক হাজার।

নতুন দায়িত্ব পেয়ে এক প্রতিক্রিয়ায় রায়ান বলেন, ‘আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রে নির্বাচনের গুরুত্ব অপরিসীম। এ নির্বাচনের মধ্য দিয়ে এমন নেতৃত্ব বাছাই করতে হবে যারা যুক্তরাষ্ট্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে সক্ষম হবে।’

সূত্র : এনআরবি

সইউ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি