ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সৌদি আরবে বালুর ঝড়ের কবলে পড়ে প্রাণ গেল বাংলাদেশির

মোহাম্মদ ফিরোজ, সৌদি আরব থেকে

প্রকাশিত : ০৮:৪৯, ২২ মার্চ ২০২০ | আপডেট: ০৮:৫০, ২২ মার্চ ২০২০

সৌদি আরবের তাবুকে সড়ক দুর্ঘটনায় আবদুল্লাহ আল নোমান (৩০) এক বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় নুর নবী (ড্রাইভার) নামে আরেকজন আহত হন।

শনিবার স্থানীয় সময় রাত ৮ টায় তাবুক রোডে আল-হায়াত নামক স্থানে বালুর ঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত নুর নবীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নোমানের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর হাজারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। তিনি মাওলানা ইউনুস সাহেবের বাড়ীর শেখ ফরিদের ছেলে।

নোমান দীর্ঘদিন ধরে বিডি ফুডস কোম্পানির সৌদি আরবের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি