ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লন্ডনে করোনায় চতুর্থ বাংলাদেশির মৃত্যু

সরওয়ার হোসেন লন্ডন থেকে

প্রকাশিত : ২৩:৫৭, ২৪ মার্চ ২০২০ | আপডেট: ০০:০৪, ২৫ মার্চ ২০২০

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

Ekushey Television Ltd.

লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে হাজী জমসেদ আলী (৮০) নামের আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) রয়েল লন্ডন হাসপাতালে তার মৃত্যু হয়।

ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকার সেটেলস স্ট্রিট এলাকায় বসবাস করতেন হাজী জমসেদ আলী। বাংলাদেশে সিলেটের বিয়ানীবাজার উপজেলার ছনগ্রামের বাসিন্দা ছিলেন তিনি। তার বাবার নাম ডা. কামরুল ইসলাম।

এর আগে সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে সফররত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান (৭০) মারা যান। লন্ডনের গ্রেট অরমন্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম ব্যক্তি ছিলেন ম্যানচেস্টারে বসবাসরত ৬০ বছর বয়সী এক বাংলাদেশি। তিনি পাঁচ থেকে ছয় বছর আগে ইতালি থেকে এসে স্থায়ীভাবে বসবাস করছিলেন ব্রিটেনে।

দ্বিতীয় বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে। করোনাভাইরাসের সঙ্গে হাসপাতালে আটদিন যুদ্ধ করার পর গত শুক্রবার ভোরে পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে মৃত্যুবরণ করেন ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি।

এদিকে, এখন পর্যন্ত ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০০ জন আক্রান্ত ও মারা গেছেন মোট ৪৪২ জন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি