ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌদিতে অবৈধ প্রবাসীরা দেশে ফেরার সুযোগ পাচ্ছে

সৌদি আরব সংবাদদাতা

প্রকাশিত : ১০:০৮, ৩ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ দিয়েছে সৌদি সরকার। দেশটির মানব সম্পদ ও সামাজিক মন্ত্রণালয় এক টুইট বার্তায় বিজ্ঞপ্তি আকারে এ তথ্য জানিয়েছে। 

বৈশ্বিক মহামারি করোনায় সৃষ্ট পরিস্থিতিতে সৌদি সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তবে কখন, কীভাবে বা ঠিক কতদিনের মধ্যে দেশে ফিরতে হবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সৌদি গণমাধ্যম সৌদি গেজেট গত বুধবার (১ এপ্রিল) এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করে। 

জানা যায়, সৌদি আরবে কপিল অর্থাৎ নিয়োগ দাতার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরও দেশটিতে যেসব প্রবাসী অবৈধভাবে অবস্থান করছেন, তাদের বৈধপন্থায় দেশে ফেরার সুযোগ দিচ্ছে সরকার। প্রবাসীদের মানবিক দিক বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে বলা জানায় সংশ্লিষ্ট সূত্র। 

প্রাণঘাতী করোনা ভাইরাস বিস্তার রোধে সৌদি সরকার যে সব সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে তার মধ্যে এটি অন্যতম। পরিস্থিতি বিবেচনায় অবৈধ প্রবাসীদের দেশে ফেরার আগ্রহ প্রকাশের প্রতিক্রিয়ায় মন্ত্রণালয় এ সুযোগ দিয়েছে। 

প্রসঙ্গত, সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় আরও ১৬৫ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ১ হাজার ৮৮৫ জন। যেখানে নতুন ৫ জন মারা গেছেন ২১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২৮ জন।

নতুন আক্রান্তদের মধ্যে রিয়াদে ৭ , মক্কায় ৪৮ , মদিনায় ৪৬, জেদ্দায় ৩০, দাম্মামে ৪, কাতিফে ৫, খোবার ১, আল খাবজিতে ৯, দাহারানে ৪, খামিজ মোশায়েতে ৬, আবহায়ে ২, বিসায় ১, আহাদ রাফিদায় ১, রাস্তানুরায় ১ জন বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি