ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

জেদ্দায় বাংলাদেশির মৃত্যু 

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৪, ১৬ এপ্রিল ২০২০

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের জেদ্দায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।  

মৃত জিয়াউর রহমান জিয়া (৩৫) মক্কায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের গার্ডিয়ান ফোরামের সদস্য ছিলেন। তার বাড়ি কক্সবাজার জেলার উখিয়া থানার পালংখালি গ্রামে।

জানা যায়, জিয়া মক্কায় আল আবির কোম্পানির মার্কেটিং ম্যানেজার হিসাবে দায়িত্বরত ছিলেন। কাজের কারণে অনেক সময় তাকে বাহিরে যেতে হতো। সম্প্রতি হঠাৎ জ্বর ও শ্বাসকষ্টে নিয়ে হাসপাতালে ভর্তি হন । ১০ দিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর 
স্থানীয় সময় বুধবার মারা যান তিনি। 

সৌদিতে স্বপরিবারে থাকতেন জিয়া। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মৃত্যুতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গার্ডিয়ান ফোরামের পক্ষ থেকে মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রকোপে মধ্যপ্রাচ্যের দেশটিতে এ নিয়ে ১৬ বাংলাদেশি প্রাণ হারালেন। 

এআই/V


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি