ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জেদ্দায় বাংলাদেশ মিশনের কাউন্সিলর করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ১৮ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ মিশনে কর্মরত কাউন্সিলর (লেবার) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাউন্সিলর (লেবার) বাংলাদেশ মিশন, জেদ্দায় অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশি চার হাজার শ্রমিককে করোনাভাইরাস পরীক্ষায় রাজি করাতে গত সপ্তাহে মদিনায় একটি ক্যাম্পে সৌদি প্রশাসনের সঙ্গে দায়িত্ব পালন করেন।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বৈদেশিক মিশনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান
জানিয়েছেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি