মালয়েশিয়ায় লকডাউন অমান্য করায় বাংলাদেশির কারাদণ্ড
প্রকাশিত : ২০:৫১, ২৩ এপ্রিল ২০২০
মালয়েশিয়ার একটি শহর- সংগৃহীত
মালয়েশিয়ায় চলমান মুভমেন্ট কন্ট্রোল অডার (এমসিও) বা লকডাউন অমান্য করায় এক বাংলাদেশিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গতকাল বুধবার মালয়েশিয়ার তেরেংগানুর আদালতে নিজের দোষ স্বীকার করায় আদালত বাংলাদেশি নাগরিক সহিদ উল্লাহকে এ কারাদণ্ড প্রদান করেন। এ সময় অবৈধভাবে সেদেশে অবস্থান করায় তার বিরুদ্ধে ইমিগ্রেশন আইনে অভিযোগ গঠনের জন্য আগামী ৩ মে ফের দিন ধার্য করেছে আদালত।
আদালত সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল রাত সাড়ে ১০টায় রুম থেকে বের হয়ে বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তার বৈধতার নথিপত্র দেখাতে চাইলে সে তার কাছে কোন বৈধ কাগজ ছিল না। এ সময় চলমান মুভমেন্ট কন্ট্রোল অডার এমসিও ও অবৈধভাবে অবস্থান করার কারণে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, চলমান মুভমেন্ট কন্ট্রোল অডার’র (এমসিও) সময় যদি কোন অবৈধ অভিবাসী অমান্য করে তাহলে তার বিরুদ্ধে ইমিগ্রেশন আইনেও বিচার করা হবে বলে জানিয়েছেন সিনিয়র মন্ত্রী (সিকিউরিটি) দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব।
এমএস/
আরও পড়ুন