ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বইমেলায় আফরোজার ‘ক্ষয়ে যাওয়া সময়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৬, ৩ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ২২:০৭, ৩ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক আফরোজা জাহান প্রভার দ্বিতীয় উপন্যাস ক্ষয়ে যাওয়া সময়'। বইটি প্রকাশ করেছে বারোমাসি প্রকাশনী।

উপন্যাসটিতে সময়, সম্পর্ক এবং সমাজের গভীর বাস্তবতার মাঝে লুকিয়ে থাকা ব্যক্তিগত অনুভূতি ও সংগ্রামের হৃদয়বিদারক চিত্র তুলে ধরেছেন লেখক। এ উপন্যাসে প্রতিটি চরিত্র তাদের জীবনের টানাপড়েন ও পরিবর্তনের গল্পে জীবন্ত হয়ে উঠেছে। সেইসঙ্গে চব্বিশ সালের গণঅভ্যুত্থানের আংশিক ছায়াও সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। 

এ উপন্যাসে প্রতিটি চরিত্র তাদের জীবনের টানাপড়েন ও পরিবর্তনের গল্পে জীবন্ত হয়ে উঠেছে। সেই সাথে চব্বিশ সালের গণঅভ্যুত্থানের আংশিক ছায়াও সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। 

'ক্ষয়ে যাওয়া সময়' আফরোজা জাহান প্রভার চতুর্থ বই, তবে উপন্যাস হিসাবে দ্বিতীয়।

উপন্যাসটির প্রচ্ছদশিল্পী সাহাদাত হোসাইন। এর মলাটমূল্য ৩০০ টাকা। উপন্যাসটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার বারোমাসি প্রকাশনীর ৭৮ নম্বর স্টলে।  এ ছাড়াও রকমারি ডট কম ও পিবিএস ডট কম বিডি সাইট থেকেও যে কেউ ঘরে বসেই সংগ্রহ করা যাবে। 

আফরোজা জাহানের অন্যান্য গল্পগ্রন্থ 'আত্মবোধের সেলাইফোঁড়' (২০২১), 'ঘ্রাণ' (২০২২), উপন্যাস 'দৃশ্যের অদৃশ্য ভাঁজ' (২০২৩) ও 'ক্ষয়ে যাওয়া সময়' (২০২৫)।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি