ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

শিল্পকলায় কাব্যকুহুকের ‘একটি বাংলাদেশ’  মঞ্চায়ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৪:১৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল ‘কাব্যকুহুক’ এর প্রযোজনা। এই প্রযোজনায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২৪ এর জুলাই আন্দোলনের চিত্র তুলে ধরা হয়। ‘একটি বাংলাদেশ’  শীর্ষক আবৃত্তিসন্ধ্যায় অংশগ্রহণ করেন আবৃত্তি সংগঠন কাব্যকুহুকের সদস্যরা।

শনিবার (২২ ফ্রেবুয়ারি) শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যায় কাব্যকুহুকের সদস্যরা একক ও দলগত পরিবেশনান মাধ্যমে তাদের প্রতিভা প্রদর্শন করেন। নির্দেশনায় ছিলেন আবৃত্তি শিল্পী ও সংবাদ উপস্থাপক ফারহানা তৃনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী মাসকুর-ই-সাত্তার কল্লোল এবং দেওয়ান সাইদুল হাসানসহ অনেকে। 

কাব্যকুহুকের সভাপতি ফারহানা তৃনা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী এবং বাংলাদেশ সবার জন্য নিরাপদ বাসভূমি হবে-আবৃত্তির মাধ্যমে এই বার্তাটি আমরা উপস্থাপনার চেষ্টা করেছি। দেশের শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরা চাই, নতুন প্রজন্ম আবৃত্তির প্রতি, বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আরও আগ্রহী হয়ে উঠুক।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি