ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে চলছে চারদিনের আর্টক্যাম্প(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ৪ এপ্রিল ২০১৮

বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে চট্টগ্রামে চলছে চারদিনের আর্টক্যাম্প। নগরীর ফিনলে হিলে কসমস গ্যালারির উদ্যোগে এ ক্যাম্পে অংশ নিয়েছেন ১৩ জন শিল্পী। এই ধরণের উদ্যোগ শিল্পচর্চাকে আরো সমৃদ্ধ ও বৈচিত্রপূর্ণ করে বলে মনে করছেন শিল্পীরা।

পাহাড়ি পথ পেরিয়ে ফিনলে হিল। অপরূপ প্রকৃতি আর উদাসী হাওয়ার ভেতর দেশের খ্যাতিমান শিল্পীরা রঙ, তুলিতে ফুটিয়ে তুলছেন মূর্ত, বিমূর্ত নানান শিল্পরূপ।

শিল্পী নাজিয়া আন্দালিব প্রিমা। ক্যানভাসে ফুটিয়ে তুলছেন প্রকৃতির বর্ণময় রূপ, তার অপ্রতিরোধ্য শক্তি। দেখা আর অদেখা জগৎ, কল্পনার মিশেলে তুলে ধরেছেন পরাবাস্তবাদ।

নাগরিক জীবনের ঘেরাটোপে অভ্যস্ত নাজিয়া আন্দালিব প্রিমা। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে উঠেছেন আরো ধ্যানি, তার শিল্পীসত্তা পেয়েছে নতুন মাত্রা ।

বরাবরের মতোই ক্যানভাসে গ্রামীন বাংলার চিত্রকল্প তুলে এনেছেন শিল্পী ফরিদা জামান। এই ক্যাম্পে এসে নিরীক্ষামূলক কাজ করার কথাও জানালেন আরেক গুণী শিল্পী অলকেশ ঘোষ।

সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই ক্যানভাসে সমাজিক, রাজনৈতিক বিভিন্ন ঘাত প্রতিঘাত তুলে ধারার কথা জানান শিল্পীরা।

গতানুগতিক কাজের ধারা থেকে বাইরে এসে ভিন্ন মাত্রার কাজের জন্যই এই ক্যাম্পের আয়োজন বলে জানান আয়োজকরা।

ছাত্র-শিক্ষকসহ বরেণ্য শিল্পীদের সাথে এই ক্যাম্পে অংশ নিয়েছেন তরুণ শিল্পীও। আর্ট ক্যাম্প চলবে বুধবার পর্যন্ত।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি