রবি ঠাকুরের কুঠিবাড়িতে চলছে তিন দিনব্যাপী উৎসব [ভিডিও]
প্রকাশিত : ০০:০০, ৯ মে ২০১৮
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে চলছে তিন দিনব্যাপী অনুষ্ঠান। এছাড়া, বিশ্বকবির স্মৃতিবিজড়িত নওগাঁর আত্রাইয়ের পতিসর কাচারি বাড়িতেও হচ্ছে নানা অনুষ্ঠান। সিরাজগঞ্জের শাহজাদপুরসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সারাদেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী।
সিরাজগঞ্জের শাহজাদপুরে কাচারি বাড়িতে জাতীয়ভাবে উদযাপন করা হচ্ছে রবীন্দ্র জন্মজয়ন্তী। এখানে দু’দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ’ উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয় কুষ্টিয়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত টেগর লজে। পরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকবিকে স্মরণ করা হয়। শিলাইদহে আয়োজন করা হয়েছে তিনদিনের অনুষ্ঠান।
বিশ্বকবির স্মৃতিবিজড়িত নওগাঁর পতিসরে ছিলো মা সমাবেশ, আলোচনা অনুষ্ঠান ও সংগীত শিল্পীদের পরিবেশনা। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সামগ্রী নিয়ে পতিসরের কাচারি বাড়িতে রবীন্দ্র জাদুঘরেও আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের।
ভিডিও:
আরও পড়ুন