ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সভাপতি মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক জায়েদ খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ৬ মে ২০১৭ | আপডেট: ১৬:২৮, ৬ মে ২০১৭

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান।
গতকাল শুক্রবার দিনভর শান্তিপূর্ণ ভোট শেষে রাতভর ভোট গণনা করা হয়। সকালে প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর এই ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন ২৫৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে জায়েত খান পেয়েছেন ২৭৯ ভোট। এদিকে ভোট গণনার সময় এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে প্রবেশ করে প্রার্থী সমর্থকদের ধাওয়া খেয়ে এফডিসি ত্যাগ করেন সাকিব খান।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি